Deprecated: Colon prefixed route placeholders like `:foo` are deprecated. Use braced placeholders like `{foo}` instead. /var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Routing/Route/Route.php, line: 303 You can disable all deprecation warnings by setting `Error.errorLevel` to `E_ALL & ~E_USER_DEPRECATED`. Adding `vendor/cakephp/cakephp/src/Routing/Route/Route.php` to `Error.ignoredDeprecationPaths` in your `config/app.php` config will mute deprecations from that file only. in /var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Core/functions.php on line 318

Deprecated: PaginatorComponent is deprecated, use a Cake\Datasource\Pagination\NumericPaginator instance directly. /var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Controller/ComponentRegistry.php, line: 133 You can disable all deprecation warnings by setting `Error.errorLevel` to `E_ALL & ~E_USER_DEPRECATED`. Adding `vendor/cakephp/cakephp/src/Controller/ComponentRegistry.php` to `Error.ignoredDeprecationPaths` in your `config/app.php` config will mute deprecations from that file only. in /var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Core/functions.php on line 318

Deprecated: 4.5.0 - Dynamic properties will be removed in PHP 8.2. Add `public $Products = null;` to your class definition or use `#[AllowDynamicProperties]` attribute. /var/www/sites/kitabghor.com/src/Controller/AppController.php, line: 110 You can disable all deprecation warnings by setting `Error.errorLevel` to `E_ALL & ~E_USER_DEPRECATED`. Adding `src/Controller/AppController.php` to `Error.ignoredDeprecationPaths` in your `config/app.php` config will mute deprecations from that file only. in /var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Core/functions.php on line 318

Deprecated: 4.5.0 - Dynamic properties will be removed in PHP 8.2. Add `public $Coupons = null;` to your class definition or use `#[AllowDynamicProperties]` attribute. /var/www/sites/kitabghor.com/src/Controller/AppController.php, line: 110 You can disable all deprecation warnings by setting `Error.errorLevel` to `E_ALL & ~E_USER_DEPRECATED`. Adding `src/Controller/AppController.php` to `Error.ignoredDeprecationPaths` in your `config/app.php` config will mute deprecations from that file only. in /var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Core/functions.php on line 318
ছোবল: মাকসুদা আখতার প্রিয়তী - chobol: Maqsuda Akhtar's beloved :: Kitabghor.com
chobol (ছোবল)

ছোবল

৳400.00
৳300.00
25 % ছাড়

মুখবন্ধ

এই বইটি পাঠক হিসেবে খুব সম্ভবত আমিই সবার আগে পড়েছি। বইটি পড়ার পর প্রিয়তীকে আমি বললাম, এই বইটির মুখবন্ধ গ্ল্যামার জগতের বড় কোন সেলিব্রিটিকে দিয়ে লেখানো দরকার। জবাবে প্রিয়তী বললেন, রুপালী জগতের কোন বাসিন্দা নয়, ছোবলের মুখবন্ধ আপনি লিখবেন। উনার এই অধিকার খাটিয়ে চাওয়া, আমার মত তুচ্ছ ও অতি সামান্য ব্যক্তির জন্য এটি অবশ্যই অসামান্য ঘটনা। প্রিয়তি আমাকে এই বইটির মুখবন্ধ লিখতে বলেছেন এবং কেন বলেছেন এটি সম্ভবত তিনিই ভালো জানবেন। অনেকবার আমি সরে গিয়েছি লিখবনা বলে, অনেকবার সরে গিয়েছি ভেতরের আগুনে পুড়তে পুড়তে। কিন্তু শেষ পর্যন্ত লিখছি প্রিয়তিকে মনে করে। বইটি পড়ে মনে হয়েছে এই বিষাদ যাত্রায় আমার চিহ্নটুকু বরং থেকে যাক।

কেন বিষাদ যাত্রা বলেছি? সেটি জানতে হলে এই বইটি পড়া জরুরী।

 প্রিয়তি’র এটি দ্বিতীয় গ্রন্থ। এর আগে তিনি তাঁর প্রথম গ্রন্থ “প্রিয়তির আয়না”-তে তাঁর নিজস্ব ভাবনায় আর ফেলে আসা স্মৃতির ভেতর দিয়ে জীবনকে নিজে দেখতে চেয়েছেন এবং সে গল্প আমাদের বলেছেন। পেশায় বৈমানিক আর শখের বসে মডেল প্রিয়তি তাঁর সংগ্রামের গল্প বলে আমাদের এইটুকু বুঝিয়েছেন যে একজন নারী সমাজের অসংখ্য বাঁধা পেরিয়ে কি করে সামনে এগোয়, কি করে অসীমের পথে ক্লান্তিহীন যাত্রা করতে পারেন। প্রিয়তির সেই আয়নার রেশ না কাটতে কাটতে তাঁর এই “ছোবল” গ্রন্থ আপনাকে জানাবে আরেক সংগ্রামের গল্প। যে সংগ্রাম কেবল বিষাদ আর গ্লানিতে ঘেরা একটা অদ্ভুত এক টুকরো দুঃখের মতন। যেখানে অপমান রয়েছে, যেখানে নিষ্ঠুরতা রয়েছে, যেখানে হতাশা আর একটা দীর্ঘ শ্বাস রয়ে গেছে।

সাপের মত লক লকে জিহবা বের করা একটা নষ্ট সমাজের অসংখ্য বাঁধা কাটিয়ে একজন নারী উঠে আসতে চাইছেন, অসংখ্য পুরুষের অসুস্থ ভাবনার সীমান্ত গুলো পাড়ি দিয়ে একজন নারী এগুতে চাইছেন, এটি এই বইয়ের গল্প। একজন নারীর জন্য এই মিডিয়া জগত ঠিক কতটা কুৎসিত হয়ে উঠতে পারে এবং একজন নারীর তারকা হয়ে উঠবার পেছনটা এই পুরো মিডিয়া জগতে কতটা পিচ্ছিল আর ভয়াবহ, এই গ্রন্থ মূলত সেটিরই গল্প বলেছে।

“কাস্টিং কাউচ” নামের এই দুইটি শব্দের বিচিত্র একক অর্থের সাথে আমরা হয়ত অনেকেই পরিচিত এবং হয়ত অনেকেই পরিচিত নই। মিডিয়া জগতে কাজ করতে গেলে পরিচালক, প্রযোজক, প্রভাবশালী অভিনেতা কিংবা সংশ্লিষ্ঠ ক্ষমতাশালী কোনো ব্যক্তি কি করে সেই কাজ পেতে চাওয়া ব্যাক্তিকে (বিশেষ করে নারী) যৌন হেনস্থা করেন কিংবা করবার চেষ্টা করেন, এই বইটির মূল উপজীব্য সেটি-ই।

প্রিয়তি আজকের প্রিয়তি হয়ে উঠবার ধাপগুলোতে এমন অসংখ্যবার যৌন হেনস্থার শিকার হয়েছেন। কি সেটি চলচ্চিত্র প্রস্তাবে, কি সেটি বিজ্ঞাপনের মডলে হতে গিয়ে, কি সেটি মিডিয়া জগতের অন্যান্য সকল ক্ষেত্রে। প্রতিটি ক্ষেত্রেই কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত যেটি হয়ে এসেছে, সেটি হচ্ছে “তুমি তোমার শরীর দেবে আমাকে আর আমি তোমাকে উপরে উঠবার সিঁড়ি বানিয়ে দেব”

আমি একবার প্রিয়তিকে জিজ্ঞেস করেছিলাম, “এমন বিষয় নিয়ে কেন লিখছো তুমি?”, উত্তরে প্রিয়তি বলেছিলেন, “আমার এই বই পড়ে যদি একটি নারীও এই ঝলমলে জগতের কুৎসিত বিষয়গুলো জানেন এবং সতর্ক হয়ে পথ চলেন তাহলে সেটিই হবে তাঁর পরম পাওয়া” এই বইটির এক একটি গল্প (সত্য ঘটনা) এক একটি নামে প্রিয়তি লিখেছেন। শিরোনামের সংক্ষিপ নামের সাথে ঘটনাগুলোর দীর্ঘ বর্ণনা শিরোনামকে অর্থবহ করে তুলেছে। এই ঘটনাগুলো পড়েছি আর বেদনায় সিক্ত হয়ে গিয়েছি। একজন নারী যে শুধু এইসব মিডিয়া মোঘল আর মাফিয়াদের চাপে পড়ে এমন যৌন হেনস্থার শিকার হন সব সময় সেটি নয়, তাই জেনেছি এই গ্রন্থ পড়ে। অনেক নারী শুধু লোভের বসে এবং অনেক অনেক উচ্চতায় উঠতে চাইবার তীব্র ইচ্ছে থেকে নিজ ইচ্ছেতেই এইসব মাফিয়াদের বাহু বন্ধনে ঝুঁকে পড়েন ফলে যে নারীরা নিজেদের সম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে এই মিডিয়াতে চলবার সকল রকমের সংগ্রাম করে ফেরেন, সাধারণ মানুষের চোখে তাঁরাও ক্রমশ হয়ে ওঠেন অপাংক্তেয়। দূর থেকে তখন এই অদ্ভুত সমাজ বলে ওঠে, “আরে ওই মেয়ে মিডিয়াতে কাজ করে? নিশ্চই পরিচালকের সাথে শুয়ে বেড়ায়। ভালো মেয়ে কি আর এই লাইনে আসে?” 

মিডিয়া মাফিয়াদের এই যে এমন সুযোগ বা আপত্তিজনক চাওয়া সেটিতে অনেক নারী-ই অবদান রাখেন শুধু তার নিজস্ব লোভের কারনে। দেখা গেছে একজন নারী যার আসলে যৌন সম্পর্কের চুক্তি করে একটি চলচ্চিত্রে আসবার আসলে কোনো দরকার-ই নেই কেননা তার অর্থ রয়েছে, মেধা রয়েছে, সম্ভাবনা রয়েছে অথচ দেখা গেলো এদের কেউ কেউ স্বেচ্ছায় এমন অনৈতিক প্রস্তাবটিতে রাজী হয়ে কাজ শুরু করেছে আর ফাঁদে ফেলে গেছে অসংখ্য নারীকে যারা এমন চুক্তিকে পায়ের নীচে ফেলে শক্ত হয়ে দাঁড়াতে চেয়েছেন। মানে দাঁড়ায় একজনের উচ্চতায় উঠবার অহেতুক ইচ্ছে আরেকজনের সম্ভাবনাকে মাড়িয়ে দিয়ে চলে যায়।

যদি প্রতিটি নারী-ই ভাবতেন এমন করে যে, “আমি শিল্প মাধ্যমে আমার মেধা আর ব্যাক্তিত্বের চর্চা করব এবং সেটি পেতে আমি কোনো অনৈতিক চাওয়াতে অবদান রাখব না”, তাহলেই কিন্তু যারা সাহস করে সেসব মাফিয়াদের রক্ত চোখ উপেক্ষা করে টিকে থাকতে চেয়েছেন, তাঁরা সকলেই টিকে যেতেন। কেননা সেক্ষেত্রে এইসব মাফিয়াদের আর অপশন থাকতো না। কিন্তু যখন একজন নারী নিজের লোভের কাজে পরাজিত হয়ে মিডিয়া মাফিয়া নামের তুচ্ছদের বাহুতে নিজেকে আবদ্ধ করেন তখন একজন মেধাবী নারীর পরিবর্তে এইসব তুচ্ছদের কাছে বাহু বন্ধনে আবদ্ধ হওয়া নারীই প্রধান হয়ে ওঠেন আর সুতীব্র মোরালিটির নারীরা হয়ে ওঠেন অপ্রধান। আসলে তখন-ই আমরা হুমায়ুন আজাদ স্যারের মত বলে উঠি, “সব কিছু নষ্টদের অধিকারে চলে গেছে” 

প্রিয়তি এই গ্রন্থে যেসব ঘটনাগুলো লিখেছেন সেইসব চরিত্রগুলোর কারও নাম-ই বলেন নি। নাম আড়াল করে গল্প বলেছেন। সৌভাগ্য বা দূর্ভাগ্য যা-ই বলিনা কেন, আমি সেইসব নামগুলো জেনেছি আর বিষ্ময়ের পর বিষ্ময় নিয়ে আমি ভেবেছি, এমনও হতে পারে? অথচ এই মানুষগুলোকে দূর থেকে কত রঙ্গিন মনে হয়, কত নৈতিক মনে হয়।

এই লেখার একটি ঘটনা বলা শেষে প্রিয়তি লিখেছেন তিনি তাঁর সমস্ত বিষাদ নিয়ে গাড়ি ড্রাইভ করে ফিরছেন একটা একা রাস্তা দিয়ে। কিছুক্ষন আগেই এক পরিচালক তাঁকে কাজ পাইয়ে দেবার বিনিময়ে নোংরা প্রস্তাব দিয়েছিলেন। প্রিয়তি সেসব ভাবছেন আর গাড়ি চালিয়ে ফিরছেন। আমি কেমন করে যেন পুরো গ্রন্থের মধ্যে এই যায়গাটিতে এসে এই ঘটনার ভেতরে ঢুকে গেছি। আমার মনে হচ্ছিলো প্রিয়তির এই বিষাদের মধ্যে আমিও কেমন করে যেন জড়িয়ে গেছি। একজন নারী যিনি বাবাকে হারিয়েছেন খুব অল্প বয়সে, মা’কে হারিয়েছেন তারুণ্যে, যিনি একা একা সংগ্রাম করে দেশ থেকে বহু দূরে এসে বৈমানিক হয়েছেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মুকুট ছিনিয়ে এনেছেন,যিনি একজন সিঙেল মা, একা একা সামলিয়েছেন (এবং সামলাচ্ছেন) দু দুটো সন্তানকে, তাঁর এই বিষাদের গহীনে আরো নামহীন অসংখ্য বিষাদ রয়ে গেছে। এখানে রয়েছে বিশ্বাস হারাবার বেদনা, যাকে সমস্ত কিছু দিয়ে ভালোবেসেছিলেন সেই প্রেমিকের প্রতারণা, এখানে রয়েছে নোংরা মানুষগুলোর লকলকে লোভ আর সীমাহীন দীর্ঘঃশ্বাস।

প্রিয়তি সেসব ছাপিয়ে আগুনের ফুল হয়ে বার বার দাঁড়িয়ে ওঠেন প্রাচীন গ্রীক দেবীর মতন অসীম শক্তিতে, বার বার সামনে এগিয়ে যান সমস্ত ঋণাতক ভাবনাকে উপেক্ষা করে। তিনি হয়ত জানেন না তাঁর প্রতারক প্রেমিক আজও তাঁকে সমস্ত জীবন দিয়ে ভালোবাসেন,শুধু তাঁর-ই আরাধনা করেন। তিনি হয়ত জানেন না যেসব মিডিয়া মাফিয়ারা তাঁর কেশাগ্র স্পর্শ করতে পারেন নি, আড়ালে তারাও এই প্রিয়তিকে ভয় পান, তিনি হয়ত জানেন না যে তিনি ধীরে ধীরে তীব্র এক নারীর অবয়ব হয়ে উঠেছেন সমাজের ধুকতে থাকা নারীদের জন্য, মানুষের জন্য।সামান্য তুচ্ছ পাঠক হিসেবে আমরা সেসব বুঝতে পারি, আমরা সেসব দেখতে পারি। 

প্রিয়তির “ছোবল”গুলো সমাজের নোংরা মানুষগুলোর জন্য যথার্থ হবে, এই আশা কেবল
নিঝুম মজুমদার
লন্ডন

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন