বিগ-ফাইভ আর পাখির দেশে
"বিগ-ফাইভ আর পাখির দেশে" বইয়ের ফ্ল্যাপের লেখা:
আফ্রিকার মানুষ, প্রকৃতি, বন্যপ্রাণী, আদি জনগােষ্ঠী- এইসব কিছুর প্রতিই বাংলাদেশের সাধারণ মানুষের মনে কৌতূহল রয়েছে। আমাদের দেশ থেকে বহুদূরে অবস্থিত পূর্ব আফ্রিকার একটি দেশ কেনিয়া। এর রাজধানী নাইরােবি । প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাইরােবি থেকে ১৬০ কিলােমিটার পশ্চিমে অবস্থিত নাকুরু এলাকায় রয়েছে মিঠাপানি ও নােনাপানি সমৃদ্ধ জলাশয় নাকুরু লেক ঘিরে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে পাখিদের চারণভূমি। নারােক নামের জেলা শহর মূলত মাসাই জনগােষ্ঠীর আবাস স্থল। এ নারােক এলাকায় শত শত বর্গমাইল জুড়ে যে তৃণভূমিতে হিংস্র প্রাণী, নিরীহ তৃণভােজী প্রাণী এবং মাসাই জনগােষ্ঠী সহাবস্থান করে। সে এলাকাই মাসাইমারা নামে পরিচিত।
এই এলাকার মানুষ ও জীবজন্তুর কথা এই ভ্রমণ কাহিনীতে তুলে ধরা হয়েছে। বিগ-ফাইভ আর পাখির দেশে নিছক ভ্রমণকাহিনী নয়। মাসাই জনগােষ্ঠীর সমগ্র জীবনবােধ অর্থাৎ তাদের ধর্মবিশ্বাস, সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতি ও সংস্কৃতি- সবকিছু নিয়ে গল্পের ছলে বিশদভাবে বলার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। চেষ্টা করা হয়েছে বন্যজীবজন্তুর সঙ্গে মাসাই জনগােষ্ঠীর সহাবস্থানের স্বরূপকেও তুলে ধরবার। ভ্রমণপিয়াসী পাঠকের কাছে বইটি ভালাে লাগার এবং চিন্তাশীল পাঠকদের মাসাই জনগােষ্ঠীর জীবনাচরণ সম্পর্কে চিন্তার খােরাক যােগাবার উপাদান রয়েছে এই বইয়ে।
- নাম : বিগ-ফাইভ আর পাখির দেশে
- লেখক: গীতালি হাসান
- প্রকাশনী: : সূচীপত্র
- পৃষ্ঠা সংখ্যা : 70
- ভাষা : bangla
- ISBN : 9789848557822
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2013





