আল্লামা আবুল হাসান আলী নাদভী (রহঃ) –এর দৃষ্টন্ত এ যুগে খুজে পাওয়া যাবে না। জীবদ্দশায়ই ২৫টি থিসিস বা পি.এইচ.ডি হয়েছে তাঁর জীবন ও কর্মের উপর। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা । তাঁর জীবদ্দশায়ই রাসুলে আরাবীর শহর মদীনায় তাঁর নামে সড়কের নামকরণ করা হয় । তাঁর লিখিত দুই শতাধিক গ্রন্হ প্রাচ্য ও প্রাশ্চাত্যে পৃথিবীর প্রধান প্রধান সকল ভাষায় অনুদিত হয়েছে । পবিত্র কাবা শরীফের চাবী তাঁর হাতে তুলে দিয়ে বিরল সম্মান জানানো হয়েছিল তাঁকে। নিজ হাতে দরজা খুলে এর ভিতরে প্রবেশ করে তিনি মহান রবের শুকুর আদায় করেছেন । একজন বিরল প্রাজ্ঞ শিক্ষাবিদ হিসাবে সারা পৃথিবীব্যাপী তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল ।
তাঁর জীবদ্দশায় তাঁর চেয়ে বড় কোন পন্ডিতের নাম শুনা যায়নি পৃথিবীজুড়ে । ইউরোপের শ্রেষ্ট বিদ্যাপীট অক্সফোর্ড ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ সেন্টারের তিনি প্রতিষ্টাতা চেয়ারম্যান । ইসলামিক সেন্টার জেনেভা ,ইউ এস এ আরবী একাডেমি, লন্ডনের ইসলামিক সেন্টার সহ ইউরোপ আমেরিকা আফ্রিকা মধ্যপাচ্য ও দক্ষিন পূর্ব
এশিয়ার অসংখ্য প্রতিষ্টানের তিনি প্রাণ পুরুষ ছিলেন।ছিলেন ভিজিটিং প্রফেসার । রাবেতা আলমে ইসলামির পুরোধা । রাবেতা আল আদব আর ইসলামি বিশ্ব সাহিত্য পর্ষদের সভাপতি ।
একেবারে মামুলি বিছানায় ভারতের প্রধানমন্ত্রী চন্দ্র শেখর থেকে বাজপেয়ী পর্যন্ত বড় বড় প্রধানমন্ত্রী আর রাজনীতিবিদ তাঁর পাশে বসে পরামর্শ নিতেন। ভারত সরকারের সম্মান সুচক সবকটি পদক তিনি পেয়েছেন । ১৯৯৮ সালে শতাব্দির এই শেষ্ট ব্যক্তিত্বকে আরব আমিরাত সরকার রাজকীয় সংবর্ধনা প্রদান করে। তিনি যেতে অস্বীকার করলে তাঁকে জানানো হয় আরব প্রজন্মের বুদ্বিজীবী ছাত্র তরুণরা আপনাকে দেখতে চায় । ঐদিন হিন্দুস্থান টাইমস লিড নিউজ করে একজন ভারতীয় মনীষার জন্য বিমানের সিডিউল পরির্বতন , আকাশে নিরাপত্তা ব্যবস্থা পুন: বিন্যাস । এই মনীষাকে বহন করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি বিমান পাঠানো হয় সরাসরি উত্তর ভারতের লখনৌতে । সাথে আরো বহু ছোট বড় বিমান । সাজ সাজ রব পরে গোটা উপমহাদেশে।
দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার আজীবন সদস্য ছিলেন তিনি।
নদওয়াতুল উলামার প্রধান পরিচালক । দাওয়াত ও তাবলিগের অন্যতম মূরব্বী ছিলেন । তিনি আর কেউ নন ।তিনি হলেন আকাবিরে দেওবন্দের গত শতাব্দীর শেষ সাইয়্যেদ, মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নাদাবী ওরফে আলী মিয়া নাদাবী রহঃ।
মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়্যেদ
আবুল হাসান আলী নাদাবী রহঃ-এর বাংলায় অনূদিত রচনাবলী।
১.আল্লামা আবুল হাসান আলী নাদাবী রহ: জীবন ও কর্ম।
২.আল্লামা আবুল হাসান আলী নাদাবী রহ: স্বারক গ্রন্থ।
৩.মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হলো।
৪.তালিবে ইলমের জীবন পথের পাথেয়।
৫.সংগ্রামী সাধকদের ইতিহাস (৫ খন্ড।)
৬.খুতুবাতে আলী মিয়া নাদাবী রহ: (৫ খন্ড)।
৭.ঈমান যখন জাগলো ।
৮.ঈমানদীপ্ত কিশোর কাহিনী।
৯.সীরাতে রাসূলে আকরাম (সা:)।
১০.নবীয়ে রহমত।
১১.শাইখুল হাদীস যাকারিয়া রহ:।
১২.ইসলামী জীবন বিধান।
১৩.ইসলাম ধর্ম, সমাজ- সাংস্কৃতি।
১৪.নতুন পৃথিবীর জন্ম দিবস।
১৫.নয়া খুন।
১৬.ছোটদের আলী মিয়া।
১৭.কারওয়ানে মদীনা।
১৮.মদীনার পথে।
১৯.উলামা-তালাবা।
২০.দাওয়াত ও তাবলীগ।
২১.কুরআন অধ্যয়নের মূলনীতি।
২২.ইসলাম ও অন্যান্ন সাংস্কৃতি।
২৩.ইসলামের বৈপ্লবিক অবদান।
২৪.কে তুমি নারী কি তোমার পরিচয়?
২৫.কাবুল থেকে ইয়ারমুক।
২৬.দীপ্তিময় কুরআন।
২৭.ঈমানের দাবী।
Deprecated: Colon prefixed route placeholders like `:foo` are deprecated. Use braced placeholders like `{foo}` instead.
/var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Routing/Route/Route.php, line: 303
You can disable all deprecation warnings by setting `Error.errorLevel` to `E_ALL & ~E_USER_DEPRECATED`. Adding `vendor/cakephp/cakephp/src/Routing/Route/Route.php` to `Error.ignoredDeprecationPaths` in your `config/app.php` config will mute deprecations from that file only. in /var/www/sites/kitabghor.com/vendor/cakephp/cakephp/src/Core/functions.php on line 318